২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:০৫

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জেলার মীরকাদিমের নগর কসবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ৮০০ পিচ ইয়াবা, নগদ ২৫০০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী জেলা শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত শওকত বেপারীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

মুন্সীগঞ্জের ভাগ্যকুল র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার এ এসপি মো. মহিতুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় খবর পান জেলার মীরকাদিমের নগর কসবা এলাকায় মাদক ব্যবসায়ীরা বড় ধরনের মাদক বেচা-কেনা করছে। সত্যতা যাচাইয়ে র‌্যাব-১১ এর একটি দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় আব্দুল মালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এএসআই আর্শেদ ও নায়েক লোকনাথ নামের ২ র‌্যাব সদস্য আহত হয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর