২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৬

ইবি সংলগ্ন এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

ইবি সংলগ্ন এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকে আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার রাতে ক্যাম্পাসসংলগ্ন শেখ পাড়াবাজার এলাকায় ওভারটেক করতে গিয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুখোমুখি সংঘর্ষের সময় একটি ট্রাকের সামনের ডান পাশের চাকা বাস্ট হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই উভয় ট্রাকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এতে ট্রাক দুটির ইঞ্জিনসহ সামনের অর্ধেক অংশই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই শৈলকুপা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই উভয় গাড়ির চালক-হেলপাররা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর