২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫১

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার বিকালে উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা এসময় ওই এলাকায় বাড়ির নির্মাণ কাজ করছিল। 

নিহতরা শ্রমিকরা হলেন- কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল এলাকার জয়নাল শেখের ছেলে হারেজ শেখ (৪০) ও একই ইউনিয়নের কাকারবিল এলাকার প্রয়াত সত্তার শেখের ছেলে তানজিল শেখ (৪৫)। আহত শ্রমিক কাকারবিল গ্রামের মালেক মোল্লাকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা রাজমিস্ত্রির সহকারী নির্মাণ শ্রমিক হিসেব কাজ করছিরেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, বিলকুল গ্রামের জনৈক আকব্বর নাকিবের বাড়ির নির্মাণ কাজ চলছিল। আজ বুধবার বিকেলে ওই বাড়ির মেঝেতে ঢালাইয়ের কাজ করার সময় একটি বিদ্যুতের তারের মাধ্যমে ঘরটি বিদ্যুতায়িত হলে ওই শ্রমিকেরা বিদ্যুৎতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন। তারা রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করছিলেন। আহত মালেক মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর