২৬ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২০

উজিরপুরে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

উজিরপুরে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বরিশালের উজিরপুরের জল্লা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু  হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনেও উত্তাল শোলক ইউনিয়ন। আজ বুধবার বিকেলে শোলক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শতশত বিক্ষুব্ধ নেতাকর্মী ওই হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ধামুরা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নুরুল হক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক কুদ্দুস ফকির, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসিম ঘরামী সহ অন্যান্যরা। বক্তারা নান্টু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় ওই ইউনিয়নের কারফা বাজারের নিজ কাপড়ের দোকানে চেয়ারম্যান নান্টুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী মুখোশধারী দুই দুর্বৃত্ত। গুলিতে নান্টুর দোকানের কর্মচারী নিহার হালদারও আহত হয়। গুলিবিদ্ধ নান্টুকে শেরে-ই বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহার শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। 

এ ঘটনায় স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী আবু সাঈদ রাড়িসহ ৩২ জনের নামোল্লেখসহ ৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। হত্যাকান্ডের পর থেকে প্রতিদিন ঘাতকদের কঠোর বিচারের দাবীতে বিক্ষোভ করে আসছে এলাকাবাসী।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর