২৬ সেপ্টেম্বর, ২০১৮ ২১:০১

'শেখ হাসিনা করেন খেলাধুলার পৃষ্ঠপোষকতা আর খালেদা মাদকের'

অনলাইন ডেস্ক

'শেখ হাসিনা করেন খেলাধুলার পৃষ্ঠপোষকতা আর খালেদা মাদকের'

কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগ সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক থেকে দূরে থেকে যুবসমাজ যেন আরও ভালো করে নিজেদের তৈরি করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। আর বেগম খালেদা জিয়া ও তার দল মাদককে পৃষ্ঠাপোষকতা করে। তাই মাদকমুক্ত দেশ গঠনে শেখ হাসিনার কোনও কিবল্প নেই।’

বুধবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে একটি খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দোলন বলেন, ‘খেলাধুলা শুধুমাত্র শারীরিক ও মানসিক বিনোদনই দেয় না, বরং সব ধরনের খারাপ কাজ থেকে যুবসমাজকে বিরত রাখে। মাদকমুক্ত দেশ গঠন করার জন্য শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন সেটির সফল বাস্তবায়ন যেন হয়, তার জন্য আগামীতে শেখ হাসিনাকে পুনঃরায় নির্বাচিত করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্যোগে ক্রীড়া জগতে বাংলাদেশ আজ ভালো অবস্থানে পৌছেছে উল্লেখ করে দোলন উপস্থিত লোকজনের প্রতি বলেন, ‘আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। খেলাধুলায়ও বাংলাদেশ একটি বিশেষ মর্যাদা লাভ করেছে, বিশ্বের কাছে মডেল হয়েছে।’

এসময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, কেন্দ্রীয় কৃষক লীগের সম্পাদকমন্ডলীর সদস্য শেখ শওকত হোসেন, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, ময়না ইউপি আওয়ামী লীগের সভাপতি আ. রশীদ মোল্যা, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, সাবেক বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটন, জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা খন্দকার মসরুর রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর