Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৮ ১৯:১০ অনলাইন ভার্সন
নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন এম. এ. হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইসহাক শিকদারের অনিয়ম ও দুর্নীতি স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে শিক্ষার পরিবেশ ধ্বংস, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়, নির্বাচিত কমিটি গঠন না করে এডহক কমিটি গঠন করার প্রতিবাদে আজ চৌমুহনী-কাজির হাট মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম হিরণ, ১৩নং রসূলপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম ও ৫নং অম্বর নগর ইউপি চেয়ারম্যান আখতার হোসেন দুলুর আয়োজনে কলেজের শিক্ষার্থী, নির্বাচিত অভিভাবক সদস্যগণসহ সর্বস্তরের জনগণ অধ্যক্ষের পদত্যাগের দাবি করেন। 

এ সময় মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলেজের নির্বাচিত সদস্য ও কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মমিন উল্যাহ, মো. আইয়ুব উল্যাহ আরিফ, মো. রফিক উল্যা বিএসসি, সাবেক গভর্নিং বডির মেম্বার নুরুন নবী বাবুল ও অত্র কলেজের শিক্ষার্থী অনার্স ২য় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম এবং ৪র্থ বর্ষের ছাত্র ইসমাইল হোসেন ও অভিভাবক সেলিম হায়দার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow