১৫ অক্টোবর, ২০১৮ ১৯:৪৭

টেকনাফ সীমান্ত থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফ সীমান্ত থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বন্দর সংলগ্ন সাইরন খাল থেকে আজ সোমবার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন সাইরন খাল এলাকায় সন্দেহ ভাজন একটি ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে না থামিয়ে একটি প্লাষ্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুতগাতিতে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে প্লাষ্টিকের বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ হাজার টাকা। ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর