১৬ অক্টোবর, ২০১৮ ১৩:১৫

রাজশাহীতে দু'পক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে দু'পক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রতীকী ছবি

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। হাসপাতালেই তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম।
 
গুলিবিদ্ধ ব্যক্তি হলেন- পঞ্চবটি এলাকার জার্মান আলী (৩০)। জার্মান আলীকে রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। অপর আহত হলেন নগরীর বিনোদপুর সোরাফানের মোড় এলাকার আরিফুল ইসলাম (৩২)।
 
সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, সোমবার গভীর রাতে চরশ্যামপুর এলাকায় ব্যবসায়ীক দ্বন্ধের জেরে দু’পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সঙ্গে দুইটি হাসুয়া ও একটি ছোড়া (চাকু) উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর