১৬ অক্টোবর, ২০১৮ ১৬:৩৭

নেত্রকোনায় শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনায় শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে মানববন্ধন

এক ছেলেকে বিদ্যালয়ে ভর্তি না করায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সি.কে. পি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকারকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ছাত্র অভিভাবক ইনছান আলী নামে এক ব্যাক্তিকে অভিযোগ করে মঙ্গলবার দুপুরে বারহাট্টা উপজেলায় মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। 

অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে উপজেলার শহীদ মিনারের সামেন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সি.কে.পি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার প্রমুক। 

এ সময় বক্তারা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।বক্তারা অভিযোগ করে বলেন, গত রবিবার এক শিক্ষার্থীকে স্কুলে ভর্তি না করায় প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে লাঞ্ছিত করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা এবং খুনের হুমকি দেয় ইনছান আলী। 

বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৮/মাহবুব

 

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর