১৬ অক্টোবর, ২০১৮ ১৭:৪৯

বরিশালে দুই দিনব্যাপী মৃৎ শিল্পী সম্মেলন ও সন্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দুই দিনব্যাপী মৃৎ শিল্পী সম্মেলন ও সন্মাননা অনুষ্ঠিত

বরিশালে দুই দিনব্যাপী ১০ম মৃৎ শিল্পী সম্মেলন ও সম্মাননার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মৃৎ শিল্পী সম্মেলন ও সম্মাননার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। 

বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক বুলবন ওসমান, শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক চিন্ময়ী সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান কাজল বানার্জী, ঢাবির চারুকলা ডিন নিসার হোসেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাস গুপ্ত, বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, মাইনরটি রাইটস ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার মানস মিত্র, বরিশাল পূজা উদযাপন পরিষদ সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারন সম্পাদক মানিক মুখার্জী কুডু। 

অনুষ্ঠানে ১শ’ ৩২ জন মৃৎ শিল্পীর হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিরা। এর আগে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর