১৬ অক্টোবর, ২০১৮ ১৯:২৮

রোহিঙ্গা ক্যাম্পে খেলার মাঠ পরিদর্শনে এএফসি প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্পে খেলার মাঠ পরিদর্শনে এএফসি প্রতিনিধি দল

ফাইল ছবি

মিয়ানমারে হত্যা, ধর্ষণসহ নানা নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ফুটবল খেলাকে জনপ্রিয় করতে কাজ করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউএনএইচসিআর সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সাথে নিয়ে রোহিঙ্গা শিশু-কিশোরদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। রোহিঙ্গা শিশু-কিশোরদের শেখানো হবে ফুটবল খেলার নিয়মনীতি। 

আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের খেলার ২টি মাঠ পরিদর্শন শেষে এএফসি’র প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন।

প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনকালে মাঠে খেলারত রোহিঙ্গা শিশু-কিশোরদের সাথে কথা বলেন। রোহিঙ্গাদের ফুটবল খেলার আগ্রহ সহ বিভিন্ন খোঁজখবর নেন। প্রতিনিধি দলে ছিলেন, এএফসি’র কনসালটেন্ট ডেভিড বোরহা, এএফসি’র কনসালটেন্ট ব্রায়ান, এএফসি’র কনসালটেন্ট আদিতি, বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, বাফুফে’র সহ সভাপতি তাবিদ আউয়াল, সদস্য বিজন বড়ুয়া।

পরিদর্শন শেষে বিকালে ইউএনএইচসিআর এর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। এর পূর্বে সকালে প্রতিনিধি দলের সদস্যরা বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। 

 

বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর