১৭ অক্টোবর, ২০১৮ ১৩:৩৩

রাজশাহীতে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ছিল বুধবার। এদিনের মূল আকর্ষণ ছিল কুমারী পূজা। অষ্টমী পূজা সকালে শুরু হলেও কুমারী পূজা বেলা পৌনে ১২টায় শুরু হয় নগরীর সাগরপাড়া ঘোড়ামারা ত্রিনয়নী মন্দিরে।

নগরীর ৯৮টি মণ্ডপে পূজা হলেও এই একটিতে কুমারী পূজা হয়। ১০ বছর বয়সী ঐন্দ্রিলা সরকার বাবলীকে কুমারী সাজিয়ে পূজা করেন ভক্তরা। সবার আশা দেবী মর্তে এসেছেন সবার মঙ্গলের জন্য।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর