১৭ অক্টোবর, ২০১৮ ১৪:০০

মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি

 মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ শিকারের দায়ে ১ জেলেকে ২ দিনের ও ৮ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের কাছ হতে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রাকিবুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক  তানভির হোসেন, চরভদ্রাসন থানা পুলিশ ও জেলা আনসার সদস্যগণ।

আটককৃত জাল গোপালপুর ফেরী ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ আবদুল শিকদারের ডাঙ্গী মাদ্রাসা ও এতিম খানায় বন্টন করে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের  নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চরভদ্রাসন উপজেলার শেখ কামাল (৩২), সদরপুর উপজেলার আনসার শরীফ (২৫), বিপ্লব শরিফ (২৮), দোহার উপজেলার মোহন মিয়া (৪৫), ইউসুফ সর্দার (২৫), মো. আনোয়ার (৩০), মানিকগঞ্জ জেলার মিলন ফকির (২০), আজগর মন্ডল (২৫), নবীন ফকির (২৫)।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর