১৭ অক্টোবর, ২০১৮ ১৪:৫১

চরভদ্রাসনে জেলেদের মাঝে চাল বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে জেলেদের মাঝে চাল বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার সকালে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করা হতে বিরত থাকা জেলেদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করেছে উপজেলা মৎস্য দফতর।

চরভদ্রাসন সদর ইউনিয়নে ১৪৩ জন ও হরিরামপুর ইউনিয়নের ২৯৮ জন জেলের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীর হোসেন খান, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, ইউপি সচিব নিখিল চন্দ্র সরকার, চরভদ্রাসন মৎস্য সমিতির সভাপতি মো. কাশেম খান প্রমুখ।

প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তার লক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রলায় হতে এ চাউল বরাদ্দ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর