১৭ অক্টোবর, ২০১৮ ১৫:০৯

ময়মনসিংহে কুমারী পূজা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কুমারী পূজা অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে বুধবার দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে ময়মনসিংহে হয়ে গেল কুমারী পূজা। বরাবরের মতো এবারও কুমারী পূজার আয়োজন করে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রম।

কুমারী পূজা উপলক্ষ্যে আশ্রমে ভক্ত, পূজারী ও দর্শণার্থীদের ঢল নামে। অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করেন পূণ্যার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমারীকে প্রতীমা রূপে অর্চনা করেন ভক্তরা। পরে অঞ্জলি প্রদানের মাধ্যমে কুমারী পূজার আনুষ্ঠঅনিকতা শেষ হয়।

কুমারী পূজা পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি ও জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদসহ প্রমুখ। ময়মনসিংহ জেলায় এ বছর ৭৬৪টি এবং সদরে ১১৯টি পুজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর