১৭ অক্টোবর, ২০১৮ ১৫:২১

বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুরা বাড়িঘরে থাকতে পারবে না: কাদের

নোয়াখালী প্রতিনিধি:


বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুরা বাড়িঘরে থাকতে পারবে না: কাদের

আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে বিএনপি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুরা বাড়িঘরে থাকতে পারবে না। তাদের বন্ধু আরো সাম্প্রদায়িক দল। এদের নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মাইনরিটি সবচেয়ে বিপদে পড়বে। তাই আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে হবে। হিন্দুদের দাবি দাওয়া প্রধানমন্ত্রী অপূর্ণ রাখেননি। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার অমরপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শনকালে ওবায়দুল কাদের।

এর আগে, মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রী শ্রী জগনাথ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আরও বলেন, জাকের পার্টিসহ আরো অনেক দল আওয়ামী লীগের নির্বাচনী জোটে সামিল হতে চায়, যা পরবর্তীতে ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবির হাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবির হাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন রুমিসহ প্রমূখ। 


বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর