১৭ অক্টোবর, ২০১৮ ১৫:৪৫

নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

নেত্রকোনা প্রতিনিধি:

নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার ইস্যু অন্তর্ভুক্তির দাবি

আগামী একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার বিষয়ক ইস্যুসমূহ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন তারা এ দাবি করেন। 

বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এবং ঐক্য পরিষদের সদস্য মি. খগেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আদিবাসী নেতৃবৃন্দ বাংলাদেশের সংবিধানে আদিবাসিদের ‘আদিবাসী” হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীদের জন্য জাতীয় সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দ, সমতলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষার জন্য আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পৃথক ভূমি কমিশনসহ ১১ দফা দাবি রাজনৈতিক দলসমুহের ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি জানান। 

সাংবাদিকদের সামনে এসকল দাবি তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ময়মনসিংহ অঞ্চলের চেয়ারম্যান মি. হিল্লোল নকরেক, মি. ভুবন চাম্বুগং, এডভোকেট দীনেশ দারু, মি. শিমোয়ন মৃণাল কান্তি সাংমা, দুর্গাপুর ওয়াই ডাব্লিউ সিএর সম্পাদক মিসেস লুদিয়া রুমা সাংমা, বিশাখা রাংসা, ময়মনসিংহ গারো স্টুডেন্ট ইউনিয়ন সভাপতি মি. বার্ণাড হাজং, মি. বথুয়েল চিসিম, মি. পিউস এল মানখিন প্রমুখ। 

নেতারা মনে করেন এগুলো তাদের ন্যায্য দাবি। সারা বিশ্বের ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী রয়েছে বলে জানান নেতারা। তারমধ্যে বাংলাদেশে ৪৫ টি সম্প্রদায়ের ৫০ লক্ষাধিক আদিবাসী রয়েছেন বিভিন্ন স্থানে। এদের মধ্যে শতকরা ৭৫ সমতল ভূমিতে বসবাস। 

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর