১৭ অক্টোবর, ২০১৮ ১৭:০৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশালেও অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশালেও অনির্দিষ্টকালের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ। সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে পল্লী বিদ্যুত সমিতি-২ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। ‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই’ স্লোগান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। 

সংগঠনের বিভাগীয় সভাপতি মো. ইউনুসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. উজ্জল হাওলাদার ও ক্যাশিয়ার সেন্টু মিয়াসহ অন্যান্যরা। বক্তারা তাদের চাকরি স্থায়ী না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

কর্মবিরতির ফলে বরিশালে পল্লী বিদ্যুত সমিতি-২ এর আওতাধীন ৪৫ হাজার গ্রাহকের মিটার রিডিং এবং বিল প্রদান বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুত সমিতি একযোগে এই কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

  বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর