১৭ অক্টোবর, ২০১৮ ১৭:২১

কলাপাড়ার পূজা মন্ডপে ভারতীয় শিল্পীর যাদু প্রদর্শন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ার পূজা মন্ডপে ভারতীয় শিল্পীর যাদু প্রদর্শন

স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। মঙ্গলবার রাতে পৌরশহরের চিংগুড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করেন পূজা উদযাপন কমিটি। এতে ভারতের যাদু শিল্পী জিতু বৈরাগী কমেডিয়ান অভিনয়ের সাথে সাথে যাদুর বিভিন্ন কসরত প্রদর্শন করেন। 

এসময় তার নিজের গালের লোহার স্পোক ঢুকিয়ে কাঁচের উপর নৃত্য ও দু’জন বামন গল্পে শোনা ক্ষুদিরামের ফাঁসির অভিনয় করে করে উপস্থিত হাজারো দর্শকে তাক লাগিয়ে দেন। এছাড়া স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শককুল মাতোয়ার হয়ে এই সাংস্কৃতিক সন্ধ্যা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন। 

চিংগুড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর মিত্র সেবক বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠানের আয়োজন করেছি। দর্শনার্থী ও ভক্তবৃন্দের আনন্দ দিতে ভারত থেকে যাদু শিল্পী আনা হয়েছে। এ অনুষ্ঠান পূজার শেষ দিন পর্যন্ত চলবে।

  বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর