১৭ অক্টোবর, ২০১৮ ১৮:৪৭

মোরেলগঞ্জে ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জে ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন ধরণের ১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত ১০ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল আটক করেন।

বুধবার বিকেল ৪টায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কোস্টগার্ড মোরেলগঞ্জ ক্যাম্পের সদস্যরা প্রকাশ্যে এসব জাল পুড়িয়ে দেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী, কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মাহাবুব আলম, নৌ-পুলিশের এসআই শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড কর্মকর্তা মাহবুব আলম বলেন, ইলিশ মাছ আহরণ ও বিপনণের নিষেধাজ্ঞা চলাকালিন পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও বাঁদাজাল সহ বিভিন্ন ধরণের প্রায় ৩০ হাজার মিটার জাল পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর