১৮ অক্টোবর, ২০১৮ ১৭:১৪

শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে চলনবিল : পলক

নাটোর প্রতিনিধি

শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে চলনবিল : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের আলোয় আলোকিত জনপদ চলনবিল। ৩৭ বছর অবহেলিত জনপদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, নতুন নতুন ভবন, ব্রিজ, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন ঘটেছে। অতিথি পাখির মত নেতাদের শাসনে জনগণ প্রতারিত হয়েছে। চলনবিল শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় নাটোরের সিংড়ায় ৩ কোটি টাকা ব্যয়ে শোলাকুড়া আলিম মাদরাসার বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে প্রথম জাতীয়করণ করেছেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী এক দিনে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। 

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, অধ্যক্ষ আব্দুল আ্ওয়াল, কাউন্সিলর আবদুল জলিল, শোলাকুড়া আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে তিনি ৬৫ লাখ টাকা ব্যয়ে সোহাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর