১৯ অক্টোবর, ২০১৮ ২১:৫৮

ভোলায় নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে কিশোরের মৃত্যু

ভোলা প্রতিনিধি:

ভোলায় নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের দেউলার খালে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় শরিফ (১২) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এছাড়া সাত্তার বেপারী (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থা শুক্রবার বিকালে দেউলার লাখে নৌকাবাইচের আয়োজন করে। এসময় নৌকাবাইচ দেখতে অনেকগুলো ট্রলার নিয়ে দূরদূরান্ত থেকে লোকজন আসে। বিকাল ৫টার দিকে কুতুবা ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় দেড়শতাধিক দর্শনার্থী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। সবাই সাতরিয়ে তীরে উঠলেও সাত্তার বেপারী নামের ৬০ বছরের এক বৃদ্ধ এবং শরিফ নামের এক কিশোর নিখোঁজ হয়। পরে স্থানীয়রা শরিফের মৃতদেহ উদ্ধার করে। 

জয়া গ্রামের মাতব্বর বাড়ির সৌদি প্রবাসী জাকির এর ছেলে শরিফ। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টায়) জয়া গ্রামের হাজি বারির সাত্তার মিয়ার সন্ধান পাওয়া যায়নি। 

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, শরিফ নামে ১১-১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে সাত্তার বেপারি কিংবা আর কেউ নিখোঁজ হওয়ার তথ্য আমার কাছে নেই।


বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর