২০ অক্টোবর, ২০১৮ ১১:০১

ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই ব্যবসায়ীর লাশ নিয়ে যায় বিএসএফ।

নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালীয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

শনিবার ভোরে বালীয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পরে ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানায়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর