২০ অক্টোবর, ২০১৮ ১৩:১৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে লাগাতার কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে লাগাতার কর্মবিরতি

পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ী করণের দাবিতে কিশোরগঞ্জে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে কর্মীরা কাজে যোগদান না করে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

কর্মবিরতি চলাকালে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় চাকরি নিয়মিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিগগির এ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন শুরু করা হবে বলেও তারা ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. ফজলার রহমান, নান্দাইল শাখার সভাপতি বাবুল আমীন, কটিয়াদী শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, হোসেনপুর শাখার সভাপতি আব্দুল লতিফ, করিমগঞ্জ শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে কিশোরগঞ্জ সদর ছাড়াও করিমগঞ্জ, কটিয়াদী, হোসেনপুর ও নান্দাইল থেকেও কর্মীরা অংশ নেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর