Bangladesh Pratidin

প্রকাশ : ২০ অক্টোবর, ২০১৮ ১৩:৪৬ অনলাইন ভার্সন
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮ ১৩:৪৮
বাকেরগঞ্জে পুড়ে গেছে ২২টি দোকান ও বসতঘর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাকেরগঞ্জে পুড়ে গেছে ২২টি দোকান ও বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সদর বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২টি দোকান এবং বসতঘর। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ওই বন্দরের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তে আগুন ছড়িয়ে আশপাশের দোকান ও বসত বাড়িতে। 

খবর পেয়ে বরিশাল, নলছিটি ও পটুয়াখালীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় ২টি বসত ঘর, দুটি ডেকরেটরসহ ২২টি দোকান। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বাকেরগঞ্জে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow