২০ অক্টোবর, ২০১৮ ১৯:২৪

রাজশাহীর ৫৪ শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ৫৪ শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীর বাগমারায় প্রায় ১৩২ কোটি টাকা ব্যয়ে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে ভবানীগঞ্জে একসঙ্গে এসব প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। অনুষ্ঠানে এমপি এনামুল হক বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের গুণগত মান বৃদ্ধি করতে হবে। শিক্ষকরা পারেন সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর