শিরোনাম
২০ অক্টোবর, ২০১৮ ২১:০৮

বেনাপোলে ৩৬টি মোবাইলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে ৩৬টি মোবাইলসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ৩৬ টি মোবাইলসহ মুক্তার আলী নামে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।আটক মুক্তার ঢাকার কেরাণীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানতে পারি এক ব্যক্তি বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে বেনাপোল থেকে একটি পরিবহনে করে যশোরের দিকে রওনা দিয়েছে। আমড়াখালী চেকপোস্টে উক্ত পরিবহন তল্লাশী করে একটি ব্যাগের ভিতরে ৩৬ টি দামি মোবাইল ফোন পাওয়া যায়। এই সময় ব্যাগের মালিক মুক্তারকে আটক করা হয়। 

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক জানান, জব্দ করা মোবাইল ফোন বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। আটককৃতকে বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর