২১ অক্টোবর, ২০১৮ ১৮:২৫

নাটোরে বিএনপির কালো পতাকা মিছিল

নাটোর প্রতিনিধি:

নাটোরে বিএনপির কালো পতাকা মিছিল

দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কালো পতাকা নিয়ে মানববন্ধন ও মিছিল করেছে। আজ রবিবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে দলীয় নেতাকর্মীরা মানববন্ধন মিলিত হয়। মানববন্ধন করার পর তারা মিছিল নিয়ে শহরের দিকে যাওয়ার রওনা হয়। সামান্য পথ যাওয়ার পরপরই পুলিশ এসে ব্যানার কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে তাড়িয়ে দেয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, নাটোর সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, বিএনপি নেতা বাবুল চৌধুরী ও জহির উদ্দিন জহির, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার। 

এদিকে, নাটোরের সিংড়ায় বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে রবিবার সকাল  ১১টায় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ এর নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশি বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ গফুর, রিয়াদ মোস্তফা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মজনু, শফিকুল ইসলাম জুইস, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মমিন, সবুজ মাহমুদ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক নাজমুল হক, যুবদল নেতা মালেক, হেলাল, বিদ্যুত প্রমুখ।

একই সময়ে পৌর বিএনপির কার্যালয় থেকে পৃথক মিছিল বের করলে সেখানেও পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সহ-সভাপতি, শাখাওয়াত হোসেন, শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, মহিদুল, হারুন, বাবলু প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর