২১ অক্টোবর, ২০১৮ ২১:৪৭
চুয়াডাঙ্গায় জনসভায় যুবলীগ নেতা হাশেম রেজা

'বাংলাদেশের উন্নয়নের একমাত্র কারিগর শেখ হাসিনা'

নিজস্ব প্রতিবেদক

'বাংলাদেশের উন্নয়নের একমাত্র কারিগর শেখ হাসিনা'

চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা বলেছেন, বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, গণমানুষের অধিকার নিশ্চিত, শিক্ষা-স্বাস্থ্য সব ক্ষেত্রে বাংলাদেশ ইর্ষান্বিত উন্নতি করেছেন। বাংলাদেশের উন্নয়নের একমাত্র কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা ফুটবল মাঠে নৌকা মার্কার সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু করা হয়। সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক আজাদ হোসেন ও জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু। ৪টার দিকে জনসভা স্থলের পূর্বে ধান্যঘরা থেকে পশ্চিমে মুচি বটতলা মোড় এবং উত্তরে ব্রিজ মোড় পার হয়ে কোমরপুর মোড় থেকে বাঘাডাঙ্গামোড় পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি শতাধিক নৌকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজার ছবি। জনসভা স্থলের চতুর্দিকে ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়। রং-বেরঙের বিশাল আকৃতির শতাধিক নৌকা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যান্ড পার্টির বাদ্য যন্ত্র নিয়ে নেতা-কর্মীরা নেচে গেয়ে মিছিল নিয়ে বেলা দুইটা থেকে জনসভাস্থলে আসা শুরু করে, সন্ধ্যা পৌনে ৬টায় যখন হাশেম রেজা তার বক্তব্য শেষ করেন তখনও তাদের আসা শেষ হয়নি। এদিন কার্যত কার্পাসডাঙ্গাসহ পুরো এলাকাটি ছিল মিছিলের নগরী। 

হাশেম রেজা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিচক্ষণ আর সাহসী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। পদ্মা সেতু, মেট্টোরেল বাস্তবায়নের পথে। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছেন, তা এখন বাস্তব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে থাকুন। আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। সবাইকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে, জনমত গঠন করতে হবে। 

স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী ফজলুল হক। জনসভায়  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ বহু লোকের সমাগম ঘটে। এর মধ্যে কয়েক হাজার নারী উপস্থিত হন, যা ছিল জনসভার অন্যতম আর্কষণ হয়ে উঠে। তিনি বলেন, এতো মানুষের উপস্থিতি প্রমাণ করে-মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, মুক্তি চায় মাদকের হাত থেকে। চুয়াডাঙ্গা-২ আসনের সেবা করতে চাই। আপনার সঙ্গে থাকলে আমার নেত্রী, বিশ্বনন্দিত নেত্রী শেখ হাসিনা ফিরিয়ে দেবেন না। নৌকার পক্ষে থাকুন, বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।   

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সম্পাদক এসএম মহাসীন আলী, উপজেলা যুবলীগ নেতা শাহীন উদ্দীন প্রমুখ, যুবলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের যুবলীগ নেতা আকতারুল ইসলাম, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান, আ.ওদুদু শাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন মোল্লা, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মতিয়ার রহমান মতি, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম,হাসান মেম্বর, জাহাঙ্গীর আলম, মাসুদ বিল্লাহ মন্টু, আব্দুল মজিদ মোল্লা, নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, হারুন অর রশিদ মোল্লা, মিজানুর রহমান, ছুটি ডাক্তার, বজলু মাষ্টার, আইন উদ্দীন মেম্বর, জসিম মেম্বর, আপেল উদ্দীন,আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, জীবননগরের যুবলীগ নেতা তরিকুল ইসলাম, রায়পুরের যুবলীগ নেতা শাহবুদ্দিন খান, মোহাম্মদ আলী যুবলীগ নেতা জহিরুল ইসলাম, বিপ্লব হোসেন দিলু, জাকির হোনের, বিল্লাল, সাব্বির, মিয়াজী খান, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, নুরুন্নবী, ছাত্রলীগ নেতা রাসেল রিমু, রঞ্জু, লিটন, সাজিদুর রহমান কাদের প্রমুখ। 


বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর