২২ অক্টোবর, ২০১৮ ০১:২১

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ফারুক হোসেন (২৫) নিহত হয়েছেন। নিহত ফারুক বাঘা উপজেলার পানি কামড়া গ্রামের আমির আলীর ছেলে।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক সুমন (২৫)সহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। ট্রাকের হেলপার মন্টু (২৭)-কে পুলিশ আটক করেছে। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের জদু সরদারের ছেলে

জানা যায়, বনপাড়া থেকে লালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার ওয়ালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় একজন সিএনজি যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। আহত তিন জনের মধ্যে সিএনজি চালক সুমনকে লালপুর হাসপাতালে, রাজশাহীর তেরখাদিয়া গ্রামের শাহাদত হোসেন (৩০) কে রাজশাহী হাসপাতালে এবং অজ্ঞাত একজনকে বনপাড়া ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।

সিএনজি ও নিহতের লাশ ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে এবং সেই ট্রাক বনপাড়া হাইওয়ে থানায় আটক আছে। লালপুর থানার ওসি নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর