২২ অক্টোবর, ২০১৮ ১৬:৪০

মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জে আলোচিত কলেজছাত্র মুনির হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩ জনকে খালাস দেয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক এই রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা মিয়া, মো. লাল মিয়া, আনোয়ার হোসেন ও আজগর আলী। এছাড়া রায়ে সাভারের কথিত যুবলীগ নেতা আক্তার হোসেন জামাল ওরফে কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা মিয়া ও লাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি সবাই পলাতক।  

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত মুনির হোসেনের মা মামলার বাদী মালেকা বেগম ও বাবা পরেশ আলী। 

রাষ্ট্রপক্ষের মামলা পরিচলানা করেন মানিকগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুস সালাম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিপ্রা সাহা। 

গত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের প্রবাসী পরোশ আলীর একমাত্র ছেলে মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসের কলেজের একাদশ শ্রেণির ছাত্র মনির হোসেনকে একই এলাকার বাদশা মিয়া সেনা বাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সাভার নিয়ে যায়। এরপর সেখানে বংশী নদীতে মুনিরের লাশ পাওয়া যায়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর