২২ অক্টোবর, ২০১৮ ১৬:৪২

বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারে আজ ভোরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আমড়াগাছিয়া বাজারের মোবারেক আলী বেপারীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের আরো ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

আমড়াগাছিয়া বাজার কমিটির সভাপতি ও ধানসাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান, আগুনে বাজার ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দোকানিরা সর্বস্ব হারিয়ে পথে নেমেছে।

শরণখোলা ফায়ার সার্ভিস ইনচার্জ আ. জলিল সিকদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ৭ সদস্যের একটি ইউনিটসহ মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এসে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  তবে আগুনে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর