শিরোনাম
২২ অক্টোবর, ২০১৮ ১৬:৪৭

নওগাঁয় নিম্নমানের বীজ বাজারজাতকরণের অভিযোগে আটক ৩

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় নিম্নমানের বীজ বাজারজাতকরণের অভিযোগে আটক ৩

নওগাঁর মান্দায় নিম্নমানের ধান, সরিষা, ভুট্টাসহ শাক-সবজির বীজ বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বাজারে অধিক মূল্যে বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম (৩২) ও মৃত ভুট্টুর ছেলে রুবেল হোসেন (২৫), চকগোপাল গ্রামের মৃত জামাতুল্যা খানের ছেলে আব্দুস সামাদ খান (৬৫)। 

এ সময় আটককৃতদের দোকান ও বসতবাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ নিম্নমানের পণ্য, বিভিন্ন কোম্পানির খালি মোড়কসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে মূলহোতা রফিক মাষ্টার গা ঢাকা দিয়েছে।  

মান্দা থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটকসহ বিপুল পরিমাণ নিম্নমানের পণ্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর