২২ অক্টোবর, ২০১৮ ১৬:৪৯

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। 

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ), সড়ক ও জনপথ বিভাগ, নিরাপদ সড়ক চাই, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। পরে বাগেরহাট সার্কিট হাউজে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মত দেন বক্তারা।

আলোচন সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাদাৎ হোসেন, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আলী আকবর টুটুলসহ প্রশাসনের কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর