২২ অক্টোবর, ২০১৮ ১৭:৫৭

দিনাজপুরে প্লাষ্টিকের প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে প্লাষ্টিকের প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড

দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের বিরলের একটি প্লাষ্টিকের পুরাতন মালামাল প্রক্রিয়াজাতকরণ (ভাংগারী) ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। 

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিরল উপজেলার বিজোড়া ইউপি'র ভবানীপুর (বানিয়াপাড়া) নামক স্থানে ওই প্লাষ্টিকের প্রক্রিয়াজাতকরণ (ভাংগারী) ফ্যাক্টরীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফ্যাক্টরীর মালিক দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার কামাল হোসেন সাংবাদিকদের জানান, ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ছুটে যান। তবে কিভাবে ঘটলো তা জানাতে পারেননি তিনি। 

ফায়ার সার্ভিস দিনাজপুর এর সিনিয়র ষ্টেশন মাষ্টার আখতার হামিদ খান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ২টি ইউনিট নিয়ে এসে ফ্যাক্টরীর মেশিন ঘরটি রক্ষা করা যায়। ঘরের বাহিরে আগুন লাগলেও ভিতরে মেশিনের তেমন কোন ক্ষতি হয়নি। সর্ট
সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি। 

উল্লেখ্য, কামাল হোসেন ফ্যাক্টরীটি বিরলের ভবানীপুর গ্রামের হুসেন আলীর মিল চাতালের আংশিক একটা জায়গা ভাড়া নিয়ে বছর দুয়েক আগে থেকে এখানে প্লাস্টিকের পুরাতন পরিত্যক্ত মালামাল (ভাংগারী) প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেন। এখান থেকে তিনি প্রক্রিয়াকরণ শেষে মালামাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর