২২ অক্টোবর, ২০১৮ ১৮:৩৫

নোয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' শ্লোগানে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার নোয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (নোয়াখালী) আয়োজনে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। 

এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন, নোয়াখালী বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে জেলা শহরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং বিআরটি-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।   

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর