২২ অক্টোবর, ২০১৮ ১৮:৪৩

পরিষদে ঢুকে ৫ ইউপি সদস্যকে কুপিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি

পরিষদে ঢুকে ৫ ইউপি সদস্যকে কুপিয়ে আহত

পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভা চলাকালে হামলা চালানো হয়েছে। এসময় ৫ ইউপি সদস্য আহত হয়েছেন। 

সোমবার সকাল ১১টার দিকে পরিষদে ঢুকে এ হামলা চালানো হয়। একই ইউপির চেয়ারম্যান হানিফ খানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। 

ইউপি সদস্য আল মামুন হাওলাদার জানান, সকালে ইউনিয়ন পরিষদে জেলেদের চাল দেয়ার তালিকা করার বিষয়ে সভা চলছিল। সকাল ১১টার দিকে হাঠাৎ ইউপি সদস্যদের উপর হামলা চালানো হয়।
এসময় সভায় উপস্থিত ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস সেখ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন হাওলাদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল সেখ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে আহত করা হয়। 

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল মিয়া বলেন, মারাত্মক আহত ইউপি সদস্য সোহেল খানকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর