২২ অক্টোবর, ২০১৮ ১৯:৪৬

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

“আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ সাঈদ হোসেন ও নিসচা দিনাজপুর শাখার সহ-সভাপতি আশিষ কুমার দত্ত বাবলা। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) উথোয়াইনু চৌধুরী। 

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ ছাড়াও দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর