২৩ অক্টোবর, ২০১৮ ১৫:৫৮

৮ দফা বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে পরিবহন শ্রমিক সমাবেশ

অনলাইন ডেস্ক

৮ দফা বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে পরিবহন শ্রমিক সমাবেশ

দুঘর্টনা মামলা জামিনযোগ্য করা ও শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা বাতিলসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার পৌর বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক- ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সমাবেশ করে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ ফলিক। এছাড়া আরও বক্তব্য রাখেন হবিগঞ্জে সাধারণ সম্পাদক মো. সজিব আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি আব্দুস সালাম, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ- সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ শাহজাহান, যুগ্ম সম্পাদক জহির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। অন্যথায় সারা বাংলাদেশের ৭০ লাখ শ্রমিকরা একযোগে কঠোর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি করেন।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর