Bangladesh Pratidin

প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৮ ১৫:৫৫ অনলাইন ভার্সন
আপডেট : ৯ নভেম্বর, ২০১৮ ১৬:১৭
মাদারীপুরে গভীর রা‌তে প্রতিমা ভাঙচুর
মাদারীপুর প্র‌ত‌িন‌িধি
মাদারীপুরে গভীর রা‌তে প্রতিমা ভাঙচুর

মাদারীপু‌র রাজৈর উপ‌জেলায় বাজিতপুর গ্রা‌মে গভীর রা‌তে ম‌ন্দ‌িরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় হিন্দুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্প‌তিবার গভীর রা‌তে একটি মন্দিরের ভেতরের রাধাকৃষ্ণ প্রতিমাটি ভেঙে ফেলে যায় দুর্বৃত্তরা। 

বা‌জিতপুর ঘােষপাড়া সর্বজনীন মন্দির ক‌ম‌িটির সভাপ‌তি দীনবন্ধু ঘােষ ব‌লেন, রাতের আঁধা‌রে আমাদের ম‌ন্দ‌িরের ভেতরের রাধাকৃষ্ণ প্র‌তিমাটি দুর্বৃত্তরা ভ‌েঙে ফ‌েলেছে। সকা‌লে পূজা দ‌িতে গ‌িয়ে বিষয়টি আমাদের নজ‌রে আস‌লে ইউ‌নিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও রাজৈর থানা‌য় জানানো হয়। প‌রে পুলিশসহ স্থানীয় লােকজন এ‌সে দ‌েখে যায়। স্থানীয় বাসিন্দা বাবুল ঘােষসহ একা‌ধিক ব্যক্তি জা‌ন‌িয়‌েছেন, ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক কাজ করছে। নির্বাচন তফসীল ঘােষণার পরইে এমন এক‌টি ঘটনা ঘটায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। 

মাদারীপুর হিন্দু বৗেদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি এ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বা‌প্পি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দােষী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি করছি। 

এ‌বিষয়ে রাজৈর থানার পরিদর্শক জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সা‌থে সম্পৃক্ত‌দের চিহ্নিত ক‌রে আই‌নের আওতায় আনা হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

আপনার মন্তব্য

up-arrow