১৩ নভেম্বর, ২০১৮ ০৩:২০

কিশোরগঞ্জে আগুনে একই বাড়ির ১০ ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে আগুনে একই বাড়ির ১০ ঘর পুড়ে ছাই

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে আগুন লেগে একটি বাড়ির ১০টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার দিবাগত রাতে কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম হারুয়ার মো. আলমগীর খানের বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় প্রায় ৬ লাখ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজধর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাড়ির ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এছাড়া আগুনে ৬ লাখ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর