১৩ নভেম্বর, ২০১৮ ১৬:০৮

ফুলপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে ২০১৮-১৯ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর শহরের শিববাড়ি রোডস্থ কৃষি সম্প্রসারণ অফিসে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।  

প্রতিজন কৃষককে ৩০ কেজি সার, ৫ কেজি ধান বীজ, ১ কেজি সরিষা বীজ ও ২ কেজি করে ভুট্টা বীজ বিতরণ করা হবে।  ২৪৫ জন কৃষককে ধান বীজ, ৩১০ জনকে সরিষা বীজ ও ১৩০ জন কৃষককে বিনামূল্যে ভুট্টা বীজ প্রদান করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাম্মিম জাহান, সহকারি উপজেলা কৃষি অফিসার মমতাজ উদ্দিন প্রমূখ।  আগামী ৩/৪ দিনের মধ্যে ৬৮০ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর