১৩ নভেম্বর, ২০১৮ ২০:১৯

টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজা):

টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

টেকনাফ সেন্টমার্টিন বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবার বস্তাগুলো রেখে পাচারকারীরা মিয়ানমারের দিকে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, আজ বিকাল সাড়ে ৪ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ ষ্টেশন লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি টিম টেকনাফ সেন্টমার্টিন ছেড়াদ্বীপের বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেন। 
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে আসা একটি কাঠের ট্রলারকে সন্দেহজনক হওয়ায় থামার জন্য সংকেত দিলে ট্রলারটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করলে ট্রলারে থাকা পাচারকারীরা ইয়াবা ভর্তি বস্তাগুলো পানিতে ফেলে দ্রুত গতিতে ট্রলার যোগে মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগরে ফেলে যাওয়া বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করে। 
উদ্ধার বস্তাগুলো খুলে গণনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 
উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।   

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর