১৪ নভেম্বর, ২০১৮ ১৪:২৬

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে আয়কর মেলার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে আয়কর মেলার উদ্বোধন

নোয়াখালী জেলা শহর মাইজদী বিআরডিবি ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে কুমিল্লা কর অঞ্চলের অধিন নোয়াখালী আয়কর অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল। সভাপতিত্ব করেন নোয়াখালী উপ-কর কমিশনার নাফিস আহমেদ আখতার। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী উপ-কর কমিশনার আবদুল হক, নোয়াখালী কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী।

মেলায় আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। নতুন গ্রাহক সৃষ্টিতে কোনো হয়রানি ছাড়া তাৎক্ষণিক সার্বিক সহায়তা করার জন্য রয়েছে আয়কর বিভাগের কর্মকর্তারা। মেলা আয়োজনে নতুন নতুন গ্রাহক সৃষ্টি হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। আগামী ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।  

 


বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর