১৪ নভেম্বর, ২০১৮ ১৪:৪৪

নীলফামারীতে আয়কর মেলা শুরু

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে আয়কর মেলা শুরু

“সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” শ্লোগানে নীলফামারীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম। 

অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কর অঞ্চল রংপুরের পরিদর্শী যুগ্ম কর-কমিশনার আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবীদ দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মারুফ জামান কোয়েল, সচেতন নাগরিক কমিটির(সনাক) সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী বক্তব্য দেন। চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের সচিব রিফাত আরা সিমি’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-৬’র সহকারী কর কমিশনার নজরুল ইসলাম খা।

উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-৪’র উপ-কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে এ্যাডভোকেট কাজী মোস্তাফিজার রহমান দুলাল বক্তব্য দেন। 

উপ-কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাস জানান, চারদিনের মেলায় নতুন রেজিস্ট্রেশন, নবায়ন এবং আয়কর বিষয়ক যাবতীয় তথ্য পাওয়া যাবে। 

মেলায় সঞ্চয় অফিস, সোনালী ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর প্রদান করতে পারবেন কর প্রদানে ইচ্ছুক ব্যক্তিরা।  


বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর