১৪ নভেম্বর, ২০১৮ ১৬:২৯

খাগড়াছড়িতে চার দিনব্যাপী আয়কর মেলা

মো. জহুরুল আলম, খাগড়ছড়ি:

খাগড়াছড়িতে চার দিনব্যাপী আয়কর মেলা

'উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি', স্লোগানে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আয় কর মেলা। 

আজ বুধবার খাগড়াছড়ি সদরের একটি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম কর (আপীল) অঞ্চলের কর কমিশনার মো. নাজমুল করিম।  এসময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেম, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার বলেন, সমাজের বিত্তবানরা সবার আগে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেন। তাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তাদের এগিয়ে আসা জরুরি। নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগীতা করার আহ্বান জানিয়ে আয় করের প্রতি জনগণের ভয়ভীতি দূর করতে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।  চারদিনের মেলায় এক ছাদের নিচে রিটার্ন, আয়কর গ্রহণ ও যাবতীয় পরামর্শ মিলবে। প্রথম দিনে মেলায় উপচে পড়া ভিড় ছিল। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর