১৪ নভেম্বর, ২০১৮ ১৮:২৫

বগুড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহজ শর্তে ঋণ প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহজ শর্তে ঋণ প্রদান

কৃষির উৎপাদন বৃদ্ধি করতে বগুড়ার শাজাহানপুরে আলু ও সবজি চাষীদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে। জেলার শাজাহানপুরের জনতা ব্যাংক রানীরহাট শাখার আয়োজনে এ ঋণ প্রদান করা হয়। বুধবার বিকেলে জেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেন জেলা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক হারুনার রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুরের জনতা ব্যাংকের রানীরহাটের শাখা ব্যাবস্থাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এরিয়া অফিসের এজিএম মোখলেসুর রহমান, কর্পোরেট অফিসের এজিএম জাহাঙ্গীর আলম, শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম। 

উপজেলার আশেকপুর ইউনিয়ন সচিব মাহবুবুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, লাভলী বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকসহ আলু ও সবজি চাষীরা উপস্থিত ছিলেন। কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানে আলু চাষীদের মাঝে ১১ লক্ষাধিক টাকার ঋণ বিতরণ করা হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর