১৪ নভেম্বর, ২০১৮ ১৮:২৫

বিশ্ব ডায়াবেটিস দিবসে বগুড়ায় নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বিশ্ব ডায়াবেটিস দিবসে বগুড়ায় নানা কর্মসূচি

বগুড়া ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিবাদ্য বিষয় ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ। আজ সকাল সাড়ে ৭টায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। 

সকাল ৯টায় বেলুন ও কবুতর উড়িয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ, বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার আব্দুল হান্নান, ডায়াবেটিক সমিতির আলহাজ্ব আবুল কালাম আজাদ, শাহ মো. আখতারুজ্জামান ডিউক, আব্দুল ওয়াহাব তারেক, আব্দুল্লাহেল কাফি-ছানা, একেএম ফজলুল হক রেন্টু, অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, আব্দুল খালেক বাবলু, আবু বক্কর সিদ্দিক, আনোয়ারুল ইসলাম বাচ্চু, এএম রেজাউল হক মন্টু, তোফাজ্জল হোসেন, এমএ জিন্নাহ, শাহেদ জাবেদুর। 

র‌্যালি শেষে সংস্থার হলরুমে বগুড়া ডায়াবেটিক সমিতির সহ সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, ডা. আলী আশরাফ, ডা. জাকিরুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. রোকসানা বানু। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর