১৫ নভেম্বর, ২০১৮ ১৪:২৮

চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

'আয়করের উদ্দেশ্য স্বনির্ভর বাংলাদেশ এবং উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব' স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। এ উপলক্ষে উপ-কর কমিশনার অফিসের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সহকারী কর কমিশনার মো. সাদিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কর  অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. দাউদ হোসেন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হান্নান হানু, চাঁপাইনবাবগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এফ, কে, এম লুৎফর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কর পরিদর্শক মো. মোশাররফ হোসেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর