১৬ নভেম্বর, ২০১৮ ০৮:৫৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছেন কর্তৃপক্ষ। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটা থেকে পদ্মানদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই সময় চলাচলরত কয়েকটি ফেরি দিক নির্ণয় করতে না পেরে মাঝ পদ্মায় নোঙর করে আছে বলেও কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে। এছাড়া কাঁঠালবাড়ী ঘাটে নোঙর করে আছে ৩টি ফেরি।

এদিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া প্রান্তে কুয়াশা কম থাকায় ওই প্রান্ত থেকে ফেরি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা দিলে মাঝ পদ্মায় এসে কুয়াশার কবলে পরে। এ সময় চলাচলরত ফেরিগুলো পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রাখে।

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর